Multi Network Chat

Thursday, May 6, 2010

পেনড্রাইভ/মেমোরি কার্ডে কোন ফাইল দেখা যাচ্ছে না কিন্তু জায়গা দখল করে আছে,তাহলে কি করবেন ?


পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায়ফলে ফাইল বা ফোল্ডার  দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখেএতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবেআজকে আপনদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
 এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুনএখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d


আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।


ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

2 comments:

tinni said...

At first i would like to say special thanks to u.ur site is really helptul for people.i already become a fan of ur site on facebook.but i m not sure about ur facebok id,so that i m unable to send friend request.kindly publish ur facebook address,i want to be ur friend.keep well.

KHALED MAHMUD KHAN said...

আপনকে ধন্যবাদ।ফেসবুকে পিসি টিপসের একটি গ্রুপ আছে সেখানে গেলেই আপনি আমাকে পাবেন।গ্রুপটির লিংক সাইটের প্রথম পৃষ্ঠায়ই দেয়া আছে।

Post a Comment